সালাতে সূরায়ে ফাতিহা পাঠ
সালাতে সূরায়ে ফাতিহা পাঠঃ দো‘আয়ে ইস্তেফতা-হ বা ‘ছানা’ পড়ে আ‘ঊযুবিল্লাহ ও বিসমিল্লাহ সহ সূরায়ে ফাতিহা পাঠ করবে এবং অন্যান্য রাক‘আতে কেবল বিসমিল্লাহ বলবে। জেহরী ছালাত হ’লে সূরায়ে ফাতিহা শেষে সশব্দে ‘আমীন’ বলবে।
সূরায়ে ফাতিহা (মুখবন্ধ) সূরা-১, মাক্কী :
أَعُوْذُ بِا للہِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ (1) الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ (2) الرَّحْمَنِ
Read More
তাকবীরে তাহরীমা
صَلُّوْا كَمَا رَأَيْتُمُوْنِىْ أُصَلِّىْ
‘তোমরা ছালাত আদায় কর সেভাবে, যেভাবে আমাকে ছালাত আদায় করতে দেখছ’...।[1]
তাকবীরে তাহরীমা
ওযূ করার পর ছালাতের সংকল্প করে ক্বিবলামুখী দাঁড়িয়ে ‘আল্লা-হু আকবর’ বলে দু’হাত কাঁধ বরাবর উঠিয়ে তাকবীরে তাহরীমা শেষে বুকে বাঁধবে। এ সময় বাম হাতের উপরে ডান হাত কনুই বরাবর রাখবে অথবা বাম কব্জির উপরে ডান কব্জি রেখে বুকের উপরে হাত
Read More
চেয়ারে বসে সালাত আদায়
ইসলামহাউজ.কম
আল্লাহর নামে, আর যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, সালাত ও সালাম আল্লাহর রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর,অতঃপরএটি একটি বুকলেট যাতে এমন এক মাসআলার অবতারণা করা হয়েছে যা সাধারনত খুব কম আলেমই আলোচনা করেছেন। চেয়ারে বসে সালাত আদায়কারীদের বিবিধ বিধান এখানে আলোচনা করা হয়েছে। বিশেষ করে তারা কিভাবে জামাতের সাথে সালাত আদায়
Read More
দুআর আদব
সাধারণভাবে দুআ করার কয়েকটি আদব ও নিয়ম রয়েছে, যা পালন করা বাঞ্ছনীয়, ১। ইখলাস বা একনিষ্ঠতা। এটি সর্বাপেক্ষা বড় আদব।
আল্লাহ্ বলেনঃ
“তারা তো আদিষ্ট হয়েছিল আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ-চিত্ত হয়ে একনিষ্ঠভাবে কেবল তারই উপাসনা করতে----।” (সূরা বাইয়্যিনাহ ৫ আয়াত)
২. দৃঢ়তার সাথে প্রার্থনা ও দুআ করা
দৃঢ়তার সাথে প্রার্থনা ও দুআ করা এবং আল্লাহ মঞ্জুর করবেন এই কথার
Read More
যারা পাক-পবিত্র, তারা ব্যতীত অন্য কেউ একে স্পর্শ করবে না। - ওয়াকিয়াঃ ৭৯
সূরাঃ আল ওয়াকিয়া, আয়াতঃ ৭৯
(১) ব্যাকরণিক দিক দিয়ে এই বাক্যের দ্বিবিধ অর্থ হতে পারে।
প্রথম এই যে, এটা কিতাব অর্থাৎ ‘লওহে-মাহফুযের’ই দ্বিতীয় বিশেষণ এবং لَا يَمَسُّهُ এর সর্বনাম দ্বারা লওহে মাহফুযই বোঝানো হয়েছে। আয়াতের অর্থ এই যে, সংরক্ষিত বা গোপন কিতাব অর্থাৎ লওহে-মাহফুযাকে
Read More
হালালকে হারাম ও হারামকে হালাল মনে করা
কোনো কিছু হালাল কিংবা হারাম করার একচ্ছত্র মালিক আল্লাহ রাব্বুল আলামীন। কোনো মানুষ আল্লাহর দেওয়া হালালকে হারাম ও হারামকে হালাল করার অধিকার রাখে না।
তবুও অনধিকার চর্চা বশে মানুষ কর্তৃক আল্লাহকৃত হালালকে হারাম ও হারামকে হালালকরণের বহু দৃষ্টান্ত দেখা যায়। নিঃসন্দেহে এটি একটি হারাম কাজ।
আর আল্লাহ ছাড়া অন্য
Read More
কমিউনিটি কাকে বলে? কমিউনিটি হলো এমন একটি সামাজিক গোষ্ঠী যেখানে সদস্যরা একে অপরের সঙ্গে একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকা, অভিন্ন স্বার্থ, সংস্কৃতি, মূল্যবোধ, বিশ্বাস, বা লক্ষ্য নিয়ে সংযুক্ত থাকে। কমিউনিটি সাধারণত পারস্পরিক সহায়তা, সহযোগিতা এবং একটি অভিন্ন পরিচয়ের মাধ্যমে গড়ে ওঠে।
কমিউনিটির বৈশিষ্ট্য:
ভৌগোলিক সীমাবদ্ধতা:
নির্দিষ্ট এলাকার মানুষ (যেমন গ্রাম, শহর বা পাড়া)।
আবেগগত সংযোগ:
সদস্যদের মধ্যে পারস্পরিক ভালোবাসা, বন্ধুত্ব বা
Read More
নামাযের গুরুত্ব নামায ও তার গুরুত্বের কথা কুরআন মাজীদের বহু জায়গাতেই আলোচিত হয়েছে। কোথাও নামায কায়েম করার আদেশ দিয়ে, কোথাও নামাযীর প্রশংসা ও প্রতিদান এবং বেনামাযীর নিন্দা ও শাস্তি বর্ণনা করে, আল্লাহ তাআলা নামাযের প্রতি বড় গুরুত্ব আরোপ করেছেন। এক স্থানে তিনি বলেন,
অর্থাৎ, তারপর তারা যদি তওবা করে নামায কায়েম করে ও যাকাত দেয় তবে
Read More
শিরকের প্রকার
শিরকের প্রকার, শির্ক দু’প্রকার (১) বড় শির্ক। (২) ছোট শির্ক।
বড় শির্ক
বড় শির্ক দ্বীন থেকে খারেজ করে দেয়, সমস্ত আমল পন্ড করে দেয় এবং তওবা ছাড়া মারা গেলে চিরস্থায়ী জাহান্নামী বানায়।
আল্লাহ ছাড়া অন্যের জন্য ইবাদত করা বড় শিরক।
যেমন: গাইরুল্লাহকে আহবান করা।
কবরবাসী,
জ্বিন ও শয়তান ইত্যাদির নামে নজর-মান্নত মানা ও
জবাই করা।
অনুরূপ
Read More
হালাল ও হারাম
হালাল ও হারাম, | বইঃ উপদেশ, | লেখকঃ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ
আল্লাহ বলেনঃ 1. হে মানবগণ! পৃথিবীর মধ্যে যা বৈধ-পবিত্র, তা হতে ভক্ষণ কর এবং শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। [1]।
2. হে ঈমানদারগণ! আমি তোমাদেরকে যা জীবিকা স্বরূপ দান করেছি তা হতে পবিত্র বস্ত্তসমূহ ভক্ষণ কর এবং আল্লাহর
Read More
শির্ক
শির্ক; শিরকের সংজ্ঞা: শির্ক হচ্ছে আল্লাহর রবূবিয়াতে (কাজে), আসমা ওয়াস্সিফাতে (নাম ও গুণাবলীতে) এবং উলূহিয়াতে (বান্দার সকল ইবাদতে) অথবা এর কোন একটিতে কোন কিছুকে শরিক স্থাপনের করার নাম।
সুতরাং, মানুষ যখন এ বিশ্বাস করবে যে, আল্লাহর সঙ্গে আর কেউ সৃষ্টিকর্তা বা সাহায্যকারী আছে তখন সে মুশরিক।
আর যে এ বিশ্বাস করবে যে, আল্লাহ ব্যতীত অন্য
Read More
আকীদা কাকে বলে?
আকীদা কাকে বলে? মানুষ যা সত্য বলে বিশ্বাস করে এবং যাকে সে দীন হিসাবে গ্রহণ করে তাই তার আকীদা। এ আকীদাটি যদি আল্লাহ তা‘আলার প্রেরিত রসূলগণের দীন এবং তার নাযিলকৃত কিতাবসমূহ অনুযায়ী হয়, তাহলে তা সহীহ আকীদা হিসাবে গণ্য হয়। তার মাধ্যমে আল্লাহর আযাব থেকে মুক্তি পাওয়া যাবে এবং দুনিয়া ও আখিরাতে সৌভাগ্য
Read More
সূরা আল-বাক্বারা
সূরা আল-বাক্বারা; সূরা আল-বাক্বারা পবিত্র কুরআনের দ্বিতীয় এবং সবচেয়ে দীর্ঘ সূরা। এতে মোট ২৮৬টি আয়াত রয়েছে এবং এটি মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটি ইসলামের নীতি, আইন, এবং জীবনের মৌলিক দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে।
সূরা আল-বাক্বারার বিষয়বস্তু
১. আল্লাহর প্রতি ঈমান: সূরার শুরুতে ঈমানদার, মুনাফিক এবং কাফিরদের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। এটি আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস
Read More
সূরা ফাতিহা
সূরা ফাতিহা: ইসলাম ধর্মের মূল প্রেরণা, সূরা ফাতিহা, যা পবিত্র কুরআনের প্রথম সূরা, ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ। এটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এতে মোট সাতটি আয়াত রয়েছে। সূরাটি "উম্মুল কিতাব" (গ্রন্থের মা) এবং "আস-সাবআল-মাসানি" (সাত বার পুনরাবৃত্ত আয়াত) নামে পরিচিত। সূরা ফাতিহা কুরআনের সারমর্ম এবং ইসলামের মৌলিক বিশ্বাসের প্রতিফলন হিসেবে বিবেচিত। এটি মুসলমানদের
Read More
আয়াতুল কুরসী: ইসলামিক জীবনের আলোকবর্তিকা
আয়াতুল কুরসী: ইসলামিক জীবনের আলোকবর্তিকা ইসলামের পবিত্র গ্রন্থ আল-কুরআনের প্রতিটি আয়াতই অসাধারণ তাৎপর্য ও শিক্ষা বহন করে। এর মধ্যে আয়াতুল কুরসী একটি বিশেষ মর্যাদা সম্পন্ন আয়াত। এটি আল-বাকারা সূরার ২৫৫তম আয়াত এবং মুসলিম উম্মাহর নিকট অত্যন্ত প্রিয় ও পূজনীয়। এই আয়াতকে “কুরআনের রাণী” হিসেবেও উল্লেখ করা হয়।
❖ আয়াতুল কুরসীর বর্ণনা
আয়াতুল কুরসী
Read More
বাচ্চাদের শিষ্টাচার শিক্ষাদান: একটি অপরিহার্য দায়িত্ব
বাচ্চাদের শিষ্টাচার শিক্ষাদান: একটি অপরিহার্য দায়িত্ব; শিষ্টাচার বা ভদ্রতা মানুষের চারিত্রিক গুণাবলির একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এটি আমাদের দৈনন্দিন জীবনের আচরণকে সুন্দর, গ্রহণযোগ্য এবং সম্মানজনক করে তোলে। বাচ্চাদের ছোটবেলা থেকেই শিষ্টাচার শেখানো তাদের সঠিকভাবে মানুষ হয়ে ওঠার ভিত্তি গড়ে দেয়। এই শিক্ষার মাধ্যমে তারা শুধু নিজের জীবনে সাফল্য লাভ করে
Read More
স্বার্থপর মানুষ: সমাজে তাদের প্রভাব
স্বার্থপর মানুষ: সমাজে তাদের প্রভাব স্বার্থপরতা একটি সাধারণ মানবিক প্রবৃত্তি, যা স্বার্থের পূরণে অন্যদের প্রয়োজন বা অনুভূতিকে অগ্রাহ্য করে। এই প্রবণতা যখন মাত্রাতিরিক্ত হয়ে ওঠে, তখন তা ব্যক্তিগত এবং সামাজিক উভয় ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব ফেলে।
স্বার্থপরতার পরিচয়
স্বার্থপর মানুষের প্রধান বৈশিষ্ট্য হলো তারা সবকিছুতেই নিজেদের সুবিধা খোঁজে। তারা নিজের প্রয়োজন, স্বপ্ন বা লক্ষ্য
Read More
সিয়াম: আত্মশুদ্ধির মহৎ পথ
সিয়াম: আত্মশুদ্ধির মহৎ পথ সিয়াম বা রোজা ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম। এটি আল্লাহর প্রতি আনুগত্য, আত্মশুদ্ধি এবং আত্মসংযমের একটি কার্যকর পন্থা। সিয়াম পালন মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি রমজান মাসে বাধ্যতামূলক রূপে পালন করা হয়। এই প্রবন্ধে আমরা সিয়ামের গুরুত্ব, লক্ষ্য, এবং এর প্রভাব নিয়ে আলোচনা করব।
সিয়ামের সংজ্ঞা
শব্দগতভাবে "সিয়াম" আরবি শব্দ, যার
Read More
ঈমান: ইসলামের মূল ভিত্তি
ঈমান: ইসলামের মূল ভিত্তি; ঈমান ইসলামের ভিত্তিমূল এবং একজন মুসলিমের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। "ঈমান" শব্দটি আরবি ভাষা থেকে এসেছে, যার অর্থ বিশ্বাস করা, মেনে নেওয়া বা হৃদয় দিয়ে উপলব্ধি করা। ইসলামে ঈমান এমন এক দৃঢ় বিশ্বাস যা আল্লাহর অস্তিত্ব, তাঁর একত্ববাদ এবং নবীদের প্রেরিত বার্তা মেনে নেওয়ার উপর ভিত্তি করে। এটি
Read More
শিষ্টাচার
শিষ্টাচার ইসলামিক শিষ্টাচার: একটি আদর্শ জীবনযাত্রার পথনির্দেশ
ইসলামে শিষ্টাচার বা আচরণবিধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু ধর্মীয় দায়িত্ব নয়; বরং একটি আদর্শ সমাজ গঠনের মূল ভিত্তি। মহান আল্লাহ তাঁর প্রিয় রাসুল হজরত মুহাম্মাদ (সা.)-কে একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা প্রদান করেছেন, যেখানে শিষ্টাচারের গুরুত্ব অপরিসীম। শিষ্টাচার শুধু ব্যক্তিগত নয়, বরং পারিবারিক, সামাজিক এবং বৈশ্বিক ক্ষেত্রেও প্রভাব ফেলে।
ইসলামিক শিষ্টাচারের গুরুত্ব
শিষ্টাচার
Read More
ইসলাম কাকে বলে?
ইসলাম কাকে বলে? ইসলাম শব্দটি আরবি "সিলম" বা "সালাম" ধাতু থেকে উদ্ভূত, যার অর্থ শান্তি, আনুগত্য, ও আত্মসমর্পণ। ইসলামের পরিভাষায় এটি আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ, তাঁর আদেশের প্রতি আনুগত্য, এবং তাঁর সৃষ্টির প্রতি ন্যায্যতা ও দয়ালুতার মাধ্যমে জীবন পরিচালনা করার নাম। এটি এমন একটি জীবনব্যবস্থা, যা মানবজাতির ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং বৈশ্বিক
Read More