প্রতিটি মুসলিমেরই ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। কিন্তু ইসলাম কি আর সেই ইসলাম আছে যেইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করেছেন?
যে ভাবে সাহাবা (রাঃ) গণ শিখেছেন ও প্রচার করেছেন?
না সেইভাবে আমাদের কাছে এসে পৌছে নাই; সৌদি আরব থেকে ইসলাম আসতে আসতে এরি মাঝে অনেক নতুন কিছু প্রবেশ করেছে ও অনেক কিছু বাদ ও হয়েছে। অনেক হাদীস এর ভিতর কিছু সংযোজন ও হয়েছে আবার অনেক অংশকে কাট-ছাট করা ও হয়েছে।
তাই আমি চেষ্টা করব সহীহ হাদীস ও কুরআন থেকে ইসলামিক সঠিক রুপ রেখে তুলে ধরতে, আল্লাহ্ যেন আমার ভূলত্রুটি ক্ষমা করে সঠিক ইসলাম আপনাদের মাঝে তুলে ধরার তৌফীক দেন; আমিন ইয়া রব্বুল আমিন।