About us
কিছুকথা
ইসলাম জিজ্ঞাসা ও জবাব ওয়েবসাইট একটি দাওয়াতি, গবেষণাধর্মী ও শিক্ষামূলক ওয়েবসাইট। এ ওয়েব সাইটের লক্ষ্য হচ্ছে– মুসলিম কিংবা অমুসলিম প্রশ্নকারীর পক্ষ থেকে ইসলাম সম্পর্কে প্রাপ্ত প্রশ্নাবলির গবেষণানির্ভর, দলিলভিত্তিক এবং যতদূর সম্ভব বিস্তারিত ও সহজভাষায় উত্তর প্রদান।
মাদবর ইসলামি ওয়েবসাইট
ভিশন
ইসলাম সম্পর্কে জ্ঞানকোষ তৈরী।
মিশন
ইসলাম জিজ্ঞাসা ও জবাব ওয়েবসাইট একটি দাওয়াতি, গবেষণাধর্মী ও শিক্ষামূলক ওয়েবসাইট। এর লক্ষ্য হচ্ছে– ইসলাম সম্পর্কিত প্রশ্নাবলির গবেষণানির্ভর, দলিলভিত্তিক এবং যতদূর সম্ভব বিস্তারিত ও সহজভাষায় উত্তর প্রদান। প্রদত্ত উত্তরগুলোর তত্ত্বাবধান করেন অন্তর বিন আইয়ুব মাদবর ও অন্যান্য প্রমাণিত ওয়েব থেকে তথ্য সংগ্রহ করা হয়ে ত থাকে।
উদ্দেশ্য-লক্ষ্য:
১. ইসলামের প্রচার ও দাওয়াত দান।
২. ইসলামী জ্ঞানের প্রসার ও মুসলমানদের অজ্ঞতা দূরীকরণ।
৩. কাউন্সেলিং ও দলিলভিত্তিক শরয়ি প্রশ্নোত্তর প্রদানের মাধ্যমে মানুষের চাহিদা পূরণ।
৪. ইসলাম সম্পর্কে সন্দেহ সৃষ্টিকারী ব্যক্তিবর্গের সন্দেহ-সংশয়ের জবাব প্রদান।
৫. জ্ঞানগত, শিক্ষাগত ও সামাজিক পরামর্শ দানের মাধ্যমে জীবনঘনিষ্ঠ বিভিন্ন বিষয়ে মানুষকে দিক নির্দেশনা প্রদান।
Table of Contents
Toggleওয়েবসাইটের নীতি:
এ ওয়েবসাইট আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকিদা ও সলফে সালেহীনের অনুসরণের প্রচার করে। এ ওয়েবসাইট সর্বোচ্চ চেষ্টা করে, যাতে করে উত্তরগুলো গ্রন্থিত হয় কুরআন-সুন্নাহর দলিলভিত্তিক এবং গৃহীত হয় ইমাম আবু হানিফা (রহঃ), ইমাম মালেক (রহঃ), ইমাম শাফেয়ি (রহঃ) ও আহমাদ বিন হাম্বল (রহঃ) এর মাযহাব চতুষ্টয়ের আলেমগণের বক্তব্য, পূর্বসুরি বা উত্তরসুরি অন্যান্য আলেমগণের বাণী, ফিকাহ কাউন্সিলগুলোর সিদ্ধান্তবলি ও ইসলামী জ্ঞানের বিভিন্ন শাখায় পারদর্শী তালিবুল ইলমগণের মতামত থেকে। ।
এ ওয়েবসাইট কুটতর্ক, গালি-গালাজ, অশোভন কথা ও নিষ্ফল ঝগড়া ইত্যাদি এড়িয়ে চলে যেগুলোতে কোন কল্যাণ নেই।
আমরা আল্লাহ্র কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে এ পথে অবিচল রাখেন, হেদায়েতের উপর সুদৃঢ় করেন এবং তিনি যা পছন্দ করেন ও ভালবাসেন আমাদেরকে যেন তা করার তাওফিক দেন।
Give priority to Islam.
Islamic Craftsmanship with Joy
মাদবর ইসলামি ওয়েবসাইট একটি দাওয়াতি, গবেষণাধর্মী ও শিক্ষামূলক ওয়েবসাইট। এ ওয়েব সাইটের লক্ষ্য হচ্ছে– মুসলিম কিংবা অমুসলিম প্রশ্নকারীর পক্ষ থেকে ইসলাম সম্পর্কে প্রাপ্ত প্রশ্নাবলির গবেষণানির্ভর, দলিলভিত্তিক এবং যতদূর সম্ভব বিস্তারিত ও সহজভাষায় উত্তর প্রদান।
0
+
Support Given
0
+
Project Done
0
M +
Get Awards
0
+
Cup of Coffee
Best Services
Our Services
Ontor Bin Aiyub Madbor
Creative Manager
Ontor Bin Aiyub Madbor
Sales & Marketing
Fernando Torres
Marketing Officer
Ashley Roberts
Financial Advisor