হানাফী মাযহাবের প্রসিদ্ধ ওলামা সংশ্লিষ্ট

  1. ইমাম, বা ইমামে আজম: এর দ্বারা উদ্দেশ্য হল আবু হানিফা রহ।
  2. ইমামে সানী: এর দ্বারা উদ্দেশিত হন ইমাম আবু ইউসুফ।
  3. ইমামে রব্বানী: ইমাম মুহাম্মদ আল-শায়বানী।
  4. শাইখাইন: এর দ্বারা উদ্দেশ্য আবু হানিফা ও আবু ইউসুফ।
  5. তরফাইন: এর দ্বারা উদ্দেশ্য আবু হানিফা ও ইমাম মুহাম্মদ।
  6. সাহেবাইন (সহপাঠীদ্বয়): এর দ্বারা উদ্দেশ্য হল আবু ইউসুফ ও মুহাম্মদ।
  7. আইম্মায়ে সালাসা (ইমামত্রয়): এর দ্বারা উদ্দেশ্য— আবু হানিফা, আবু ইউসুফ ও ইমাম মুহাম্মদ।
  8. আল-হাসান: ফিকহের কিতাবে আসলে হাসান বিন যিয়াদ লু’লুঈ উদ্দেশ্য। তাফসিরের কিতাবে আসলে হাসান বসরি উদ্দেশ্য।
  9. সালাফ: এর দ্বারা বোঝানো হয় ইমাম আবু হানিফা থেকে মুহাম্মদের মৃত্যু পর্যন্ত হানাফি মাযহাব গ্রহণকারী ওলামাগণ।
  10. খালাফ: এর দ্বারা ইমাম মুহাম্মদ থেকে আল-হালওয়ানির (মৃ ৪৪৮ হি) সময়কার হানাফি ওলামা।
  11. শাইখুনা: যদি এটি দুররে মুখতার কিতাবে আসে তবে উদ্দেশ্য হল, খাইরুদ্দিন রামাল্লি (রামাল্লা, ফিলিস্তিন)।
  12. আস-সদরুল আওয়াল: এর দ্বারা প্রথম তিন শতাব্দী উদ্দেশ্য।
  13. আল-হাকিম শহীদ: এর দ্বারা উদ্দেশ্য আল-কাফি প্রণেতা মুহাম্মদ বিন মুহাম্মদ বিন আহমদ আল-মারুযী আল-বালখী (মৃ ৩৩৪হি)।
  14. আল-উস্তায: এর দ্বারা আবদুল্লাহ বিন মুহাম্মদ বিন ইয়াকুব আল হারেসি আল-সুবাযমুনি উদ্দেশ্য যিনি ফকিহ হারেসি নামেও প্রসিদ্ধ (মৃ ৩৪০ হি)।
  15. ইমামুল হুদা: এর দ্বারা তাফসিরে বাহরুল উলুমের লেখক ফকিহ আবুল লাইস সমরকন্দী উদ্দেশ্য হয় (মৃ ৩৭৩ হি / ৩৯৩ হি)।
  16. ফখরুল ইসলাম: এর দ্বারা ইমাম আলি বিন মুহাম্মদ আল-বযদভি উদ্দেশ্য। তাকে আবুল উসরও বলা হয় (মৃ ৪৮২ হি)।
  17. শামসুল আইম্মাহ: এর দ্বারা মাবসুতের লেখক শামসুদ্দিন সারাখসী উদ্দেশ্য (মৃ ৪৯০ হি)।
  18. আস-সদরুশ শহীদ: এর দ্বারা উদ্দেশ্য হল উমর বিন আব্দুল আজিজ বিন মাযাহ (মৃ ৫৩৬ হি)।
  19. মুফতিউস সাকালাইন: এর দ্বারা মানযুমাতুল ফিকহের প্রণেতা আবু হাফস উমর বিন মুহাম্মদ আল-নাসাফি উদ্দেশ্য (মৃ ৫৩৭ হি)।
  20. বুরহানুল ইসলাম: এর দ্বারা উদ্দেশ্য হল রাজিউদ্দিন আল-সারাখসি (মৃ ৫৪৪ হি)।
  21. ইমামযাদা: এর দ্বারা শারআতুল ইসলামের লেখক মুহাম্মদ বিন আবু বকর আল-জুগী উদ্দেশ্য (মৃ ৫৭৩ হি)।
  22. মালিকুল উলামা: এর দ্বারা বাদায়েউস সানাই’ এর লেখক আলাউদ্দিন কাসানী উদ্দেশ্য (মৃ ৫৮৭ হি)।
  23. আল-হিসাম আল-আখসীকাসী: এর দ্বারা উদ্দেশ্য হলেন আল-মুন্তাখাব ফিল উসুল প্রণেতা মুহাম্মদ বিন মুহাম্মদ বিন উমর বিন হুসামুদ্দিন (মৃ ৬৪৪ হি)।
  24. তাজুশ শরিয়ত: এর দ্বারা বেকায়া প্রণেতা মাহমুদ বিন আহ্মদ উবাইদুল্লাহ আল-মাহবুবি উদ্দেশ্য (মৃ ৬৭৩ হি)।
  25. মুতাআখখিরিন: শামসুদ্দিন হালওয়ানি থেকে হাফেযুদ্দিন আল-কাবির আল-বুখারির (মৃ ৬৯৩ হি) সময়কার সমস্ত ওলামায়ে আহনাফ।
  26. সদরুশ শরিয়ত: মুতলাকভাবে এর দ্বারা উদ্দেশ্য হল শরহে বেকায়া গ্রন্থকার উবাইদুল্লাহ বিন মাসউদ বিন মাহমুদ আল-মাহবুবি (মৃ ৭৪৫ বা ৭৪৭ হি)।
  27. আস-সদরুল আকবর বা বুরহানুল আইম্মাহ: এর দ্বারা উদ্দেশ্য হল আবদুল আযিয বিন উমর বিন মাযাহ।
  28. আস-সদরুস সাঈদ: এর দ্বারা তাজুদ্দিন আহমদ বিন আব্দুল আজিজ বিন উমর বিন মাযাহ উদ্দেশ্য।
  29. আল-মুহাক্কিক: এর দ্বারা সাধারণভাবে উদ্দেশ্য মুতাআখখিরিন হানাফি: কামাল ইবনুল হুমাম (মৃ ৮৬১ হি)।
  30. ইমামুল হারামাইন: ইহা দুইজন হানাফি ও শাফেয়ী ইমামের লকব। হানাফিজন হলেন আবুল মুযাফফর ইউসুফ আল-কাযী আল-জুরজানী। আর শাফেয়ীজন হলেন আবুল মাআলী আবদুল মালিক আল-জুয়াইনি।

হানাফী ওলামাবৃন্ধ

  • ইমাম আবু হানিফা (মৃ. ৭৬৭ হি)
  • ইমাম আবূ ইউসুফ (মৃ. ৭৯৮ খ্রি)
  • মুহাম্মদ ইবনে হাসান শাইবানী (মৃ. ৮০৫ খ্রি)
  • আবদুল্লাহ ইবনুল মুবারক (মৃ. ৭৯৭ খ্রি)
  • আবদুর রাজ্জাক আল-সানআনী (মৃ. ৮২৭ খ্রি)
  • ইয়াহইয়া ইবনে মাঈন (মৃ. ৮৪৭ খ্রি)
  • আল-হাসসাফ (মৃ. ৮৭৪ খ্রি)
  • আত-তাহাবী (মৃ. ৯৩৩ খ্রি)
  • আবু মনসুর আল-মাতুরিদি (মৃ. ৯৪৪ খ্রি)
  • আবুল লাইস সমরকন্দী (মৃ. ৯৮৩ খ্রি)
  • ইমাম সারাখসী (মৃ. ১০৯০ খ্রি)
  • ইবন আবিল ইয আল-হানাফি
  • মোল্লা আলী কারী
  • ইউসুফ হামদানী
  • আবুল ইউসর আল-বাযদভী
  • বুরহানুদ্দীন আল-মারগিনানী (মৃ. ১১৯৭)
  • শরফুদ্দীন আবু তাওয়ামা, বাংলার শ্রেষ্ঠ ফকিহ (মৃ. ১৩০০ খ্রি)

তথ্যসূত্র

বাংলা উইকিপিডিয়া

শোস্যাল মিডিয়া

Islamic Books pdf
Pdf Books Site
Facebook logo
Twitter logo
Youtube icon

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *