যে কাজের জন্য ওযু করা সুন্নাত বা মুস্তাহাব
প্রথমত: যেসব কাজের পূর্বে ওযূ করা সুন্নাত বা মুস্তাহাব
- ১. যিকর ও দুআ করা। (বুখারী: ৪৩২৩)।
- ২. মুখস্থ কুরআন তিলাওয়াত করার ক্ষেত্রে।
- ৩. তিলাওয়াতে সিজদা ও শোকরানা সিজদার পূর্বে (আবার কোন কোন ফকীহর মতে, এ সময় ওযু করা ফরয)।
- ৪. ওযূ থাকার পরও পরবর্তী নামায আদায়ে পূর্বে । (আহমাদ- ২/৪০০)
- ৫. নিদ্রায় যাওয়ার পূর্বে ।
- ৬. গোসল ফরয হয়ে গেছে এমন ব্যক্তির খাবার গ্রহণ করার পূর্বে ।
- ৭. একাধিক বার স্ত্রীসহবাস করতে চাইলে পরবর্তী সহবাসের পূর্বে ।
- ৮. যার উপর গোসল ফরয তার নিদ্রায় যাওয়ার পূর্বে । (বুখারী: ২৮৬, ২৮৭, মুসলিম: ৩০৬)
আবদুল আযীয বিন বায (র) বলেছেন
সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আযীয বিন বায (র) বলেছেন, যার উপর গোসল ফরয এমন ব্যক্তি যদি ঘুমাতে যায় তাহলে তার জন্য ৩টি অবস্থা রয়েছে:
- ক. যদি বিনা ওযু বা বিনা গোসলে ঘুমিয়ে পড়ে তাহলে তা হবে মাকরূহ ।
- খ. যদি ইস্তিনজা করে শুধু ওযূ করে ঘুমায় তাহলে তা চলে ।
- গ. আর যদি এ লোক ওযূ ও ফরয গোসল করে ঘুমায় তাহলে সে যেন তার দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করল।
তথ্যসূত্র
যে কাজের জন্য ওযু করা সুন্নাত বা মুস্তাহাব