ওযুর সুন্নাত কি কি?
ফরয ব্যতীত ওযূতে বাকি অন্যান্য যত কাজ দলীল দ্বারা প্রমাণিত, সেগুলোই হলো সুন্নাত। নিমে তা পেশ করা হলো:
ওযুর সুন্নাত সমূহ
১. মিসওয়াক করা। (বুখারী: ১৫৯)।
২. বিসমিল্লাহ বলে ওযু শুরু করা। (আবু দাউদ: ১০১)
৩. দুই হাত কজি পর্যন্ত ৩ বার ধৌত করা। (বুখারী: ১৬৪)
৪. কুলি করা, কুলির সময় ভালো করে গড়গড়া করা । (আবু দাউদ: ১৪২)।
৫. নাকে পানি দেওয়া, নাকে পানি টান দিয়ে ঝাড়া দেওয়া। (আবু দাউদ: ১৪২)
৬. ঘন দাড়ি খিলাল করা। (আবু দাউদ: ১৪৫)।
৭. ওযূর অঙ্গগুলো ভালো করে ঘষামাজা করা। (ইবনে হিব্বান: ৩৬৩)
৮. ডান অঙ্গ আগে ধৌত করা। (বুখারী: ১৬৮)।
৯. ওযূর অঙ্গগুলো তিন বার করে ধৌত করা। (বুখারী: ১৫৮, ১৫৯) (তবে কমপক্ষে ১ বার বোয়া ফরয, বুখারী: ১৫৭), আর তিন বারের বেশি বোয়া মাকরূহ)।
১০. ওযূর পর দু’আ করা। (মুসলিম: ২৩৫)
১১. ওযূ শেষে দু’রাকাআত (তাহিয়্যাতুল ওযু) নামায পড়া । (মুসলিম: ২৩৪)
তথ্যসূত্র
সূত্রঃ বাংলা হাদীস