নাজাসাতে গালীযা ও খাফীফার বিবরণ কী?

নাজাছাতে গালীযা হলো তীব্র নাপাকী

যেসব নাপাকি অতিমাত্রায় তীব্র সেগুলো হলো নাজাছাতে গালীযা । সংক্ষেপে এগুলো হলো

প্রাণীকূল

  • ১. কুকুর,
  • ২. শূকর,
  • ৩. ইঁদুর,
  • ৪. এমন মৃত জানোয়ার যা শরয়ী পদ্ধতিতে জবাই করা হয়নি । তবে মাছ ব্যতীত ।
  • ৫. যেসব প্রাণী পায়খানা খায় ।

জড় পদার্থ

  • ১. মদ ও মাদক দ্রব্য,
  • ২. কুকুরের মুখ দেওয়া পাত্র। [1]

দেহ থেকে নির্গত বস্তু

  • ১. মানুষের পেশাব, পায়খানা ।
  • ২. হায়েযের রক্ত, মেয়েদের প্রস্রাবের রাস্তা দিয়ে নির্গত যেকোন তরল পদার্থ ।
  • ৩. মৃত প্রাণীর দেহ থেকে নির্গত তরল পদার্থ।
  • ৪. মণি অর্থাৎ সাদা গাঢ় বীর্য (2)।
  • অপর একদল ফকীহর মতে, মণি নাপাক নয় । (3)
  • ৫. মযী অর্থাৎ এমন এক প্রকার সাদা তরল পদার্থ, যা স্ত্রী সহবাসের পূর্বে বা এ জাতীয় অনুভূতির সময় শরীর থেকে নির্গত হয়।
  • ৬. অদী, রোগের কারণে কারো কারো প্রস্রাবের পর এক প্রকার গাঢ় সাদা পানি বের হয়। এটা হলো অদী ।
  • ৭. হালাল প্রাণীর প্রবহমান রক্ত। অবশ্য মাংসের সাথে লেগে থাকা রক্ত নয়। হালাল প্রাণী হলো যেসব প্রাণীর মাংস খাওয়া হালাল।
  • ৮. হারাম প্রাণীর গোবর ও পেশাব । যেসব প্রাণীর মাংস খাওয়া হারাম সেগুলোকেই হারাম প্রাণী বলা হয়।

আর নাজাসাতে খাফীফা হলো হালকা নাপাকী

  • ১. মানুষের বমি, রক্ত ও পূজ,
  • ২. হারাম পাখির মলমূত্র,
  • ৩. হালাল পশুর গোবর ও পেশাব,
  • ৪. ঘোড়ার পেশাব।

তথ্যসূত্র

  1. মুসলিম: ২৭৯ ↩︎
  2. বুখারী: ২৩০, আধুনিক ↩︎
  3. শরহুল মুসলিম-লিন্নববী- ৩/১৯৭ ↩︎

source by HadithBD বাংলা হাদীস


নাজাসাতে গালীযা ও খাফীফার বিবরণ কী?

সোশ্যাল মিডিয়ায় আমরা

Madbor Logo
Facebook logo
Twitter logo
Youtube icon

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *