কী কী কাজে কলব নাপাক হয়?

মানুষের কলব নাপাক হয় তার ভ্রান্ত আকীদা-বিশ্বাসের কারণে। আর এটা হলো, সবচেয়ে মারাত্মক নাপাকি। যেসব ভুল আকীদার কারণে কলব নাপাক হয় তা হলো:

১. শির্ক করা

মহান আল্লাহর উলুহিয়্যাত, রুবুবিয়্যাত ও নাম-গুণাবলির সাথে শির্ক করা।

২. সন্দেহ পোষণ

আল্লাহর অস্তিত্ব ও পরকাল আছে কি না এ বিষয়ে সন্দেহ পোষণ করা বা তা অবিশ্বাস করা । যেমন- কাফিরেরা পরকালে বিশ্বাস করে না। আবার কিছু মুসলিমের মনে পরকাল নিয়ে সন্দেহ-সংশয় রয়েছে।

৩. মুনাফিকী চরিত্র

অন্তরের বিশ্বাসের সাথে বাস্তব কাজের গরমিল। অর্থাৎ বাইরে যা সে আমল করে প্রকৃতপক্ষে অন্তরে তা বিশ্বাস করে না।

৪. শির্ক মিশ্রিত আকীদা

এমন আকীদা বিশ্বাস পোষণ ও আমল করা যার সাথে শির্কী চিন্তা ও ধ্যান-ধারণা মিশ্রিত রয়েছে ।

৫. রিয়া বা লোকদেখানো ইবাদাত

মানুষকে দেখানো বা সমাজে সুনাম-সুখ্যাতি অর্জনের জন্য ভালো কাজ করা।

৬. গোঁড়ামি বশতঃ সত্য বর্জন করা

সত্যকে সত্য বলে জানা সত্ত্বেও গোঁড়ামি বশতঃ তা গ্রহণ না করা।

৭. হিংসা করা

অন্যের ভালো দেখতে না পারা, এতে ঈর্ষান্বিত হয়ে পড়া এবং তা নষ্ট হয়ে যাওয়ার আকাঙ্ক্ষা করা।

৮. তাকাব্বরী বা অহংকার করা

কথায় ও কাজে-কর্মে নিজেকে বড় ও অন্যকে ছোট মনে করা।

৯. বিদআতী ও কুফরী আকীদা-বিশ্বাস পোষণ করা

এ কাজগুলোর সবকটাই কলবের সাথে জড়িত। এতেই কলব নাপাক হয় । আর কলব নাপাক হওয়া বান্দা যদি ওযু-গোসল করার মাধ্যমে পবিত্র হয় না। এ থেকে পবিত্র হতে হলে তাকে অবশ্যই তাওবা করতে হবে, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে এবং খালেস দিলে আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে ।


Social Media Links

Madbor Logo
Facebook logo
Twitter logo
Youtube icon

কী কী কাজে কলব নাপাক হয়?

তথ্যসূত্র

  • প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত
  • প্রথম অধ্যায় – তাহারাত বা পবিত্রতা
  • অধ্যাপক মোঃ নূরুল ইসলাম

Download Pdf islamic book in bangla to visit SalafiBD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *