কুরআন ও সুন্নাহর আলোকে
Madbor.com
একটি বিশ্বস্ত ইসলামিক ওয়েবসাইট, আধুনিক মানুষের সামনে সঠিক ইসলামকে তুলে ধরা, কুরআন ও হাদীস দ্বারা সত্য ঘটনা, ব্যাখ্যা ও তাফসীর সমূহ প্রকাশ করা
কুরআন আমাদের পথপ্রদর্শক
মাদবর
কুরআন শিখুন ঘরে বসে অনলাইনে
সম্পূর্ণ বিনামূল্যে আমাদের সাথে যুক্ত হয়ে অনলাইনে কুরআন শিখতে পারেন, এমনকি Whatsapp এ একাও ক্লাস করতে পারেন। মহিলাদের জন্য সু-ব্যাবস্থা রয়েছে, রয়েছে মহিলা হাফেজা। কেরানীগঞ্জ মডেল এ কলাতিয়া ইউনিয়ন ও রুহিতপুর ইউনিয়ন এর মহিলারা বিনামূল্যে সরাসরি ক্লাস করতে পারেবেন।
যে কোন বয়সের মহিলারা যোগ দিতে পারবেন।
কুরআন শিক্ষা করা জরুরী
হজরত আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত তিনি বলেন, রাসূল (সা.) বলেছেন, তোমরা কোরআন ও ফারায়েজ (উত্তরাধিকার আইন) শিক্ষা করো এবং মানুষদেরকে শিক্ষা দাও কেননা আমাকে উঠিয়ে নেয়া হবে।’ (সূনা সূ ন আত-তিরমিযি) তাই, আমাদের উপরে কর্তব্য আল-কো রআন ও ইলমে ফারায়েজ (উত্তারাধিকার আইন) শিক্ষা করা এবং এর আলোকে জীবনের প্রতিটা ক্ষেত্র পরিচালনা করা।