নামায হলো ইসলামের দ্বীতিয় স্তম্ভ যা ইবাদত এর মাধ্যমে প্রকাশ পায়। সূরা আল কাউসার, আয়াত ২ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামায পড়ুন এবং কোরবানী করুন। সূরা আল মা'উন, আয়াত ৫ الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ যারা তাদের নামায সম্বন্ধে বে-খবর; সূরা আল মা'উন, আয়াত ৪ فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ ﴿١٠٧: ٤﴾ অতএব দুর্ভোগ সেসব নামাযীর,