যিকরের উপকারিতা

আল্লাহর যিকর ও স্মরণে শতাধিক উপকার ও লাভ রয়েছে।

যেমনঃ

  • যিকর শয়তান দূর করে,
  • রহমানকে সন্তুষ্ট করে,
  • অন্তর থেকে দুশ্চিন্তা দূর করে ও
  • অশান্তি অপসারণ করে,
  • হৃদয়ে প্রশান্তি ও উৎফুল্লতা আনে,
  • দেহ-মনকে সবল করে,
  • চিত্তকে জ্যোতির্ময় করে,
  • মুখমন্ডলকে দীপ্তিময় করে,
  • রুজী আনয়ন করে,
  • আল্লাহর ভালোবাসা দান করে,
  • জীবনে আল্লাহর ভীতি আনে,
  • মু’মিনকে আল্লাহর প্রতি প্রত্যাবর্তন করায়,
  • আল্লাহর সামীপ্য প্রদান করে,
  • মারেফাতের দ্বার উন্মুক্ত করে,
  • আল্লাহর স্মরণ দান করে,
  • অন্তর জীবিত করে,
  • আত্মা ও অন্তরকে আহার প্রদান করে,
  • পাপমুক্ত করে,
  • বহু উদ্বেগ দুরীভূত করে,
  • আল্লাহর আযাব ও গযব থেকে নিস্তার দেয়,
  • শান্তি ও রহমত আনে,
  • পরচর্চা, গীবত, চুগলী, গালি, মিথ্যা, অশ্লীলতা, বাজে ও অসার কথা থেকে দুরে রাখে,
  • কিয়ামতে পরিতাপ থেকে নিষ্কৃতি দেয়,
  • নির্জনে ক্রন্দনের সাথে যিকরকারীকে ছায়াহীন কিয়ামতে আল্লার আরশ তলে ছায়া দান করে,
  • হৃদয়ের শূন্যতা ও প্রয়োজন দূর করে,
  • মু’মিনকে সতর্ক ও সংযমী করে,
  • বন্ধুত্ব, প্রেম, সাহায্য ও প্রেরণার মাধ্যমে আল্লাহর সঙ্গতা দান করে,
  • অত্যাধিক নেকী ও পুরস্কারের অধিকারী করে,
  • হৃদয়ের কঠোরতা দূর করে,
  • মনের রোগ নিরাময় করে।

যিকরকারীর জন্য ফায়দা

  • যিকরকারীর জন্য ফিরিশতা দুআ করেন,
  • যিকরের মজলিস ফিরিশ্তাবর্গের মজলিস,
  • যিকরকারীদের নিয়ে আল্লাহ তাআলা ফিরিশ্তাবর্গের নিকট গর্ব করেন।
  • যিকর শোকরের মস্তক,
  • যিকর দুআকে কবুলের যােগ্য করে,
  • মু’মিনকে আল্লাহর আনুগত্যে সহায়তা করে,
  • মুশকিল আসান করে,
  • বিপদ ও বালা দূর করে,
  • অন্তর থেকে সৃষ্টির ভয় দূর করে,
  • মেহনতের কাজে শক্তি প্রদান করে,
  • যিকরে আছে মিষ্ট স্বাদ,
  • আল্লাহর প্রেম ইত্যাদি।
  • (বিস্তারিত দ্রষ্টব্য, আল-ওয়া-বিলুস স্বইয়িব, ইবনুল কাইয়্যেম)।

যিকরের উপকারিতা

Madbor Logo
Facebook logo
Twitter logo

মূল

বইঃ  সহীহ দুআ ও যিক্‌র

অধ্যায়ঃ যিকিরের উপকারিতা

লেখকঃ আবদুল হামীদ ফাইযী আল মাদানী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *