ইসলামের রুকন কয়টি ও কি কি?
ইসলামের মূল রুকন হলো ৫টি
- ঈমান
- স্বলাত/ নামাজ
- সিয়াম/ রোযা
- যাকাত
- হজ্জ্ব
৫টির একটিকেউ যদি কেউ অস্বীকার করে তাহলে সে মুসলিম থাকবে না।
সতর্কতা
যেহেতু আমরা মক্কা থেকে অনেক দূরে থাকি, তাই যার টাকা পয়সা নাই হজ্জ করার মত, তাঁর বিষয়টা ভিন্ন।
কিন্তু যদি যথেষ্ট পরিমাণে টাকার থাকা সত্বেও যারা বিনা হজ্জ করে ইন্তেকাল করেন তাদের ইসলাম পূর্ণাঙ্গ হবে না।