আল্লাহ্‌ সম্পর্কে সঠিক জ্ঞান

আল্লাহ সম্পর্কে জ্ঞান- অর্জন করা ফরজ।

১- প্রশ্নঃ আল্লাহ কি সর্বস্থানে বিরাজমান?

উত্তরঃ না। আল্লাহ্ সবজায়গায় বিরাজমান নন। তিনি সপ্তকাশের উপর সুমহান আরশে সমুন্নত।

اَلرَّحۡمٰنُ عَلَی الۡعَرۡشِ اسۡتَوٰی

অনুবাদঃ ‘আরশে দয়াময় সমুন্নত আছেন। তাইসিরুল

তাফসিরে জাকারিয়া

আল্লাহ্ তা’আলা আরশের উপর উঠেছেন বলে তিনি নিজেই ঘোষণা করেছেন। এর উপর বিশ্বাস রাখা ফরয। তিনি কিভাবে আরশে উঠেছেন সেটার ধরণ আমাদের জানা নেই। এটা ঈমান বিল গায়েবের অংশ। এ ব্যাপারে বিস্তারিত আলোচনা সূরা বাকারার ২৯ নং আয়াতের ব্যাখ্যায় করা হয়েছে।

(সূরা ত্বাহাঃ ৫)

২- প্রশ্নঃ ‘মুমিনের কলব আল্লাহর আরশ’ এটা কার কথা?

উত্তরঃ এটা মানুষের বানানো কথা। আল্লাহ বা রাসূলের কথা নয়। (জাল হাদীছ)

৩. প্রশ্নঃ আল্লাহ কি নিরাকার?

উত্তরঃ না। কেননা তাঁর অস্তিত্ব ও সত্তা আছে। যার সত্তা ও অস্তিত্ব থাকে তাকে নিরাকার বলা যায় না।

৪. প্রশ্নঃ আল্লাহ যদি নিরাকার না হন, তবে তাঁকে কি দেখা সম্ভব?

উত্তরঃ হ্যাঁ, তাঁকে দেখা সম্ভব। তবে এ দুনিয়ায় চর্ম চোখে সম্ভব নয়। আখেরাতে জান্নাতীগণ আল্লাহকে দেখবেন। (সূরা ক্বিয়ামাহ্ঃ ২২-২৩, বুখারী, মুসলিম, নাসাঈ)

৫. প্রশ্নঃ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ্ কোথায় আছেন?

উত্তরঃ সপ্তাকাশের উপর আরশে আযীমে। (সূরা ত্বহাঃ ৫)

তথ্যসূত্র

প্রশ্নোত্তরে ইসলামী জ্ঞান সংকলন ও গ্রন্থনা : মুহা: আবদুল্লাহ্ আল কাফী (লিসান্স, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়)

আমাদের সোশ্যাল মিডিয়া লিংক

Madbor Logo
Facebook logo
Youtube icon
youtube
Islamic Books pdf
Pdf Books Site
Home Madbor website

আল্লাহ্‌ সম্পর্কে সঠিক জ্ঞান কুরআন ও সুন্নাহ থেকে ষ্টাডি করে আরও জ্ঞান অর্জনের অনোরুধ রইল।

আল্লাহই ভালো জানেন।

আল্লাহ্‌ সম্পর্কে আরও জ্ঞান অর্জনের জন্য তাওহীদ সম্পর্কে জানুন।

তাওহিদ সম্পর্কে জানতে এখানে ভিসিট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *