Mon. Sep 23rd, 2019

মাদবর

কুরআন ও সুন্নাহর আলোকে, ইসলামকে জানি নিজের ভাষায়

পয়গাম

অধ্যায়ঃ পয়গাম

অধায়


সশরীয় বিবাহ

অধ্যায়


স্বামীর আনুগত্য

পয়গাম একাধিক হলে এবং কোনটি বেশী ভাল হবে, তাতে সন্ধিগ্ধ হলে, তুমি আল্লাহর কাছে ইস্তিখারা কর। অভিজ্ঞদের কাছে পরামর্শ নাও। যদি তোমার অজানা থাকে তাহলে মা-বাপের উপর ছেড়ে দাও।

আল্লাহর প্রতি সুধারণা ও আশা রেখে পাঁচ অক্তের নামাযের শেষাংশে তাঁর কাছে এই বলে দুআ কর,

“হে আমাদের প্রতিপালক! আমাদের স্বামী ও সন্তান-সন্ততিদেরকে আমাদের জন্য নয়ন প্রীতিকর কর।”

তোমাকে দেখতে এলে বর ছাড়া অন্য কাউকে দেখা দেবে না। পরন্ত দেখার মজলিসে আংটি বা হাতে ঘড়ি পরাতে চাইলে হাত বাড়াবে না। যতক্ষণ না বিবাহ বন্ধন সম্পন্ন হয়, ততক্ষণ সে তোমার বেগানা।

ইসলামিক সাইট গুলোকে প্রচার প্রসার করতে সারা দুনিয়ায়, সকলেই শেয়ার করুন। ইসলামকে সারা দুনিয়ার সকল বাংলাভাষী লোকের সামনে তুলে ধরুন শেয়ার এর মাধ্যমে।
শেয়ার করুনঃ google.com | wikipedia.org | facebook.com | twitter.com | instagraa.com | www.quranerpoth.com | www.quranerkotha.com | সকল খানে। জাযাকাল্লাহ খয়ের।

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.