নিশ্চয় তিনি ছিলেন আমাদের মুমিন বান্দাদের অন্যতম
(إِنَّهُ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِينَ)
অনুবাদঃ “নিশ্চয় তিনি ছিলেন আমাদের মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত।”
পবিত্র কুরআনের এই আয়াতটি আল্লাহ তাআলা বেশ কয়েকজন নবী ও রাসূলের প্রশংসায় ব্যবহার করেছেন। বিশেষ করে সূরা আস-সাফফাত-এ এই বাক্যটি বারবার এসেছে:
- হযরত নূহ (আ.) সম্পর্কে: আয়াত ৮১
- হযরত ইব্রাহিম (আ.) সম্পর্কে: আয়াত ১১১
- হযরত মূসা (আ.) ও হযরত হারুন (আ.) সম্পর্কে: আয়াত ১২২
- হযরত ইলিয়াস (আ.) সম্পর্কে: আয়াত ১৩২
এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাঁর প্রিয় বান্দাদের একনিষ্ঠ ঈমান ও আনুগত্যের স্বীকৃতি দিয়েছেন।
তথ্যসূত্র
সূরাঃ আসসাফফাত, আয়াতঃ ৮১
