ফুরকান এর ভাবার্থ

ফুরকানের ভাবার্থ হচ্ছে কুরআন
তিনি ফুরকান অবতীর্ণ করেছেন যা সত্য ও মিথ্যা, সুপথ ও ভ্রান্ত পথের মধ্যে পার্থক্য আনয়নকারী।
ওর স্পষ্ট ও উজ্জ্বল দলীল্গুলো প্রত্যেকের জন্যে যথেষ্ট হয়ে থাকে।
হযরত কাতাদাহ (রঃ) এবং হযরত রাবী’ ইবনে আনাস (রঃ) বর্ণনা করেন যে, এখানে ফুরকানের ভাবার্থ হচ্ছে কুরআন।
যদিও এটা মাছদার কিন্তু এর পূর্বে কুরআনের বর্ণনা আছে যে, ফুরকানের ভাবার্থ হচ্ছে ‘তাওরাত’ কিন্তু এটা দূর্বল।
কেননা, তাওরাতের বর্ণনা এর পূর্বে হয়েছে।
কিয়ামতের দিন অবিশ্বাসকারী এবং বাতিলপন্থীদের কঠিন শাস্তি হবে।
আল্লাহ্ তা’আলা মহা পরাক্রমশালী ও বিরাট সাম্রাজ্যের অধিকারী।
যারা মহা সম্মানিত নবী ও রাসূলদের বিরুদ্ধাচরণ করে এবং আল্লাহ্র আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করে, আল্লাহ্ তা’আলা পূর্ণভাবে তাদের প্রতিশোধ গ্রহণকারী।
ফুরকান এর ভাবার্থ