আইয ইবনে মাইস (রাঃ)
আইয ইবনে মাইস ইবনে কায়স ইবনে জালাদা ইবনে আমির ইবনে যুরায়ক আল আনসারী আয যুরাকী (রাঃ)
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর একজন সাহাবা।
তিনি ও তার ভাই মুয়ায ইবনে জাবাল উভয়ে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।
ইবনুল আসির বলেছেন,
তিনি ইয়ামামার যুদ্ধে শাহাদত বরণ করেন।[১]
কেও কেও বলেছেন,বীরে মাউনার যুদ্ধে শহীদ হন।
হিজরতের পরে মদিনায় মুহাম্মাদ (সাঃ) তাকে সুওয়ায়বিত ইবনে হারমালার সাথে তার ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করেন দেন।[২][৩]