Skip to content

আইয ইবনে মাইস

আইয ইবনে মাইস (রাঃ)

আইয ইবনে মাইস ইবনে কায়স ইবনে জালাদা ইবনে আমির ইবনে যুরায়ক আল আনসারী আয যুরাকী (রাঃ)

মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর একজন সাহাবা।

তিনি ও তার ভাই মুয়ায ইবনে জাবাল উভয়ে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।

ইবনুল আসির বলেছেন,

তিনি ইয়ামামার যুদ্ধে শাহাদত বরণ করেন।[১]

কেও কেও বলেছেন,বীরে মাউনার যুদ্ধে শহীদ হন।

হিজরতের পরে মদিনায় মুহাম্মাদ (সাঃ) তাকে সুওয়ায়বিত ইবনে হারমালার সাথে তার ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করেন দেন।[২][৩]


তথ্যসূত্র

  1.  ইবনুল আসির,উসদুল গাবা (৩য় খণ্ড- ৯৯)
  2.  ইসলামী বিশ্বকোষ ১ম খণ্ড- ৫৯ পৃষ্ঠা
  3.  ইবনে হাজার আস কালানী, আল ইসাবা ১ম খণ্ড (২৬৩, নং ৪৪৫১)

Leave a Reply