You are currently viewing আইয ইবনে মাইস

আইয ইবনে মাইস

আইয ইবনে মাইস ইবনে কায়স ইবনে জালাদা ইবনে আমির ইবনে যুরায়ক আল আনসারী আয যুরাকী মুহাম্মাদ এর একজন সাহাবা।

তিনি ও তার ভাই মুয়ায ইবনে জাবাল উভয়ে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।

ইবনুল আসির বলেছেন,

তিনি আইয ইবনে মাইস ইয়ামামার যুদ্ধে শাহাদত বরণ করেন।[১] কেও কেও বলেছেন,বীরে মাউনার যুদ্ধে শহীদ হন। হিজরতের পরে মদিনায় মুহাম্মাদ তাকে সুওয়ায়বিত ইবনে হারমালার সাথে তার ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করেন দেন।[২][৩]


তথ্যসূত্র

  1. ↑ ইবনুল আসির,উসদুল গাবা (৩য় খণ্ড- ৯৯)
  2. ↑ ইসলামী বিশ্বকোষ ১ম খণ্ড- ৫৯ পৃষ্ঠা
  3. ↑ ইবনে হাজার আস কালানী, আল ইসাবা ১ম খণ্ড (২৬৩, নং ৪৪৫১)

সাহাবীদের নামের তালিকা পাতা দেখতে এখানে ক্লীক করুন

ইসলামিক বই ডাউনলোড করে নিন এখান থেকে

Leave a Reply